আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে নওগাঁর মান্দায় কৃষকের মাঝে রিলে ফসল প্রদর্শনীর বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পরিষদ চত্বরে আটজন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যম রাজশাহী বিভাগে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আটজন কৃষকের মাঝে রিলে ফসল চাষ হিসেবে বারি মসুর-৮, বারি খেসারী-৩, বারি সরিষা-১৭ জাতের বীজ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেক কৃষককে বালাইনাশকসহ মজুরী খরচ দেওয়া হবে।
বিতরণ অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা কর্মকার, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুস সামাদ, কৃষক আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।