আমাদের সড়ক, আমাদের গাড়ি,দুর্ঘটনা মুক্ত করি এই স্লোগান নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে কমিউনিটি সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০১ নভেম্বর (মঙ্গলবার )সকালে কমিউনিটি সড়ক নিরাপত্তা প্রকল্প আয়োজনে ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচীর অধীনে পৌরসভার বলিদাপাড়া গ্রামের সুনিকেতন সেমিনার কক্ষে কালীগঞ্জ বাজার কমিউনিটি সড়ক নিরাপত্তা গ্রুপের ১২জন সদস্যদের নিয়েন সড়ক নিরাপত্তা সচেততামুলক কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ব্যবস্থাপক মো: মইনুল হোসেন, প্রজেক্ট ডেভলেপমেন্ট এ- এনালাইসিস ম্যানেজার সাবরিনা সাহাব এবং ফিল্ড কো-অর্ডিনেটর গৌতম সরকার। কর্মপরিকল্পনায় উপস্থিত ছিলেন মোমিনুর রহমান মন্টু, শাহজাহান আলী বিপাশ, আশিকুর রহমান সোহাগ,মো: মোরাদ হোসেন, আবদুল হাই, জিয়াউর রহমান, মো: জিন্নাহ, মো: হারুন, আশরাফুজ্জামান, আল আমিন, জিয়া হায়দার,আক্তার হোসেন দোলা প্রমুখ।