ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে সম্ভাব্য যা জেতা যায় তার সবই জিতেছেন মেসি। গত ডিসেম্বরে বাকি থাকা বিশ্বকাপটাও নিজের করে নিয়েছেন। এমন একসময় যুক্তরাষ্ট্রের সাময়িকী ‘টাইম’-এর সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছেন পিএসজির তারকা।
টাইম-এর ওয়েবসাইটে গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয় ১০০ প্রভাবশালীর নাম। সেখানে রয়েছে মেসির নামও। এদিকে মেসিকে নিয়ে লিখেছেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা রজার ফেদেরার।
২০টি গ্র্যান্ড স্লামজয়ী ফেদেরার লিখেছেন, ‘মেসির গোলস্কোরিং রেকর্ড ও শিরোপা জয় নিয়ে এখানে পুনরায় স্মৃতিচারণার কিছু নেই। ৩৫ বছর বয়সী মেসির যে বিষয়টি আমার কাছে সবচেয়ে নজর কেড়েছে, এত বছর মহত্ত্ব ধরে রাখা। এটা অর্জন করা যেমন কঠিন তেমনি ধরে রাখাও কঠিন। তার সচেতনতা ও আগে থেকেই কোনো বুঝে ফেলার ক্ষমতা বোধগম্যতার বাইরে।’
এদিকে মেসিকে আরও বেশ কিছুদিন মাঠে দেখতে চান ফেদেরার। তার খেলা ফেদেরারের কাছে ভালো লাগে। ম্যারাডোনা ও বাতিস্তুতা যেমন তাকে প্রেরণা দিয়েছেন, ফেদেরার মনে করেন মেসিও ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা দিতে পারেন।
ফেদেরার লেখেন, ‘বড় হয়ে ওঠার পথে ম্যারাডোনা ও গ্যাব্রিয়েল বাতিস্তুতা ছিলেন আমার পছন্দের খেলোয়াড়। দুজনের সঙ্গেই দেখা করার সৌভাগ্য আমার হয়েছে। তারা আমাকে প্রেরণা দিয়েছেন। এখন মেসি ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা দিতে পারেন। তার দুর্দান্ত সৃজনশীলতা ও শৈল্পিক খেলা আরও কিছুদিন দেখতে চাই। মেসি মাঠে খেলার সময় খুব বেশি চোখের পাতা ফেলবেন না। কারণ, এই মানুষটির অবিশ্বাস্য কোনো মুহূর্ত চোখ এড়িয়ে যেতে পারে। ধন্যবাদ, লিও।’
এদিকে লিওনেল মেসির সঙ্গে টাইমের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে তার পিএসজির সতীর্থ কিলিয়ান এমবাপ্পেও জায়গা করে নিয়েছেন।