ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লাস কার্যক্রম, অফিসের পরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজ-খবর নিতে আকস্মিকভাবে বিভিন্ন ক্লাস ও অফিস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বুধবার (২৬ জুলাই) বেলা এগারোটার দিকে তিনি ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন এ পরিদর্শনে যান।
এ সময় তার সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক তপন কুমার জোদ্দার প্রমুখ।