ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি এ- জেনেটিক ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-আমিন মিলন এশিয়ার সেরা সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্ট এর অধীনে এনভায়রনমেন্টাল বায়োলজি বিভাগে পিএইচডি করবেন তিনি। চীন সরকারের প্রতিযোগিতামুলক স্কলারশিপ 'সিএসসি টাইপ-এ' এর অধীনে তিনি এ পিএইচডি সম্পন্ন করবেন।
এছাড়াও তিনি সম্প্রতি ইরাসমাস মোবিলিটি প্রোগ্রামের অধীনে তুরস্কের চানকিরি কারাতেকিন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এসেছেন। পড়াশোনার পাশাপাশি তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির সভাপতি, বিএনসিসি এর ক্যাডেট কর্পোরাল সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।
উচ্ছ্বাস প্রকাশ করে আল-আমিন মিলন বলেন, এশিয়ার অন্যতম একটি সেরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির সুযোগ পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সফলতার পথটি ছিলো অনেক দীর্ঘ। মহান আল্লাহ তাআ'লার অশেষ রহমতে আমি আমার লক্ষ্যে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। আমি মনে করি, আমার এই সুযোগ ভবিষ্যতে অনান্যদের অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের ২০২৩ সালের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের অবস্থান এশিয়ার মধ্যে ১ম এবং সারা বিশ্বে ১৬ তম। এছাড়াও চীনের এমআইটি নামেও ডাকা হয় এই বিশ্ববিদ্যালয়কে।