বরিশালের মুলাদীতে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মুলাদী জোনাল অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির। স্বাস্থ্য সচেতনাতা বিষয়ে আলোচনা করেন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাঃ মোঃ সায়েদুর রহমান। মুলাদী জোনাল অফিসের ইনচার্জ মোঃ মোহসিন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির পরিচালক ও সমিতি বোর্ডের সচিব, মোঃ নুরনবী, এলাকা পরিচালক মোঃ সাহিন হোসেন, হিজলা সাব জোলান অফিসের ইনচার্জ এজিএম শ্যামল চন্দ্র, মুলাদী জোনাল অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগন, এ সময় স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের জবা দেন ডাঃ মোঃ সায়েদুর রহমান। তিনি বলেন কাহারো জ¦র দেখা দিয়ে দ্রুত সরকারী হাসপাতালের স্বরণাপন্ন হতে। অবহেলায় ডেঙ্গু রোগী মারাত্মক হতে পারে এমনকি মৃত্যুরও কারণ হতে পারে। সরকারী হাসপাতালে চিকিৎসার সকল প্রকার সুব্যবস্থা করেছে সরকার। আমাদের বাড়ি ঘরের চারদিক পরিস্কার রাখতে হবে, যাতে করে কোথাও যেন পানি জমে না থাকে এবং মশা ডিম দিতে না পারে। তবে ডেঙ্গু কোন ছোয়াচে রোগ নহে। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। একটি মশার কামড়েঁ হতে পারে ডেঙ্গ জ¦র। আমাদের প্রত্যেকে সতর্ক হতে হবে। আমাদের সন্তানদেরপ্রতি খেয়াল রাখতে হবে। রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করতে হবে।