হবিগঞ্জের মাধবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার স্থানীয় একটি কনভেশন সেন্টারে বিএনপি মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজের সভাপতি প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল। জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সাধারন সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর শেখ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, ফারুক রানা, বিএনপি নেতা মীর আবদুল আলীম বাদল, মোঃ সেলিম মিয়া, আমজাদ আলী শাহীন, আনোয়ার হোসেন, মফিজ মিয়া, জাহাঙ্গীর ভ’ইয়া, মোঃ শামীম মিয়া, অনু মিয়া, জয়নাল মহালদার, মোঃ জাবেদুর রহমান, এড.সাজেদুর রহমান সজল, কৃষক দলের আহ্বায়ক মুখলেছুর রহমান সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, সদস্য সচিব ফরিদুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহ্বায়ক কবির খাঁন চৌধুরী, মশিউর রহমান, সাদেক মিয়া, মাসুক মিয়া, এখলাছ সিরাজী, পৌর যুবদলের আহ্বায়ক জনি পাঠান, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সুজন, জসিম শিকদার, শফিকুল ইসলাম, ছাত্রদল আহ্বায়ক রিপন মিয়া স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর রহমান অলি যুকল সেতা মোঃ রনি প্রমুখ। সভায় বক্তব্যগণ কেন্দ্রী বিএনপির সমবায় বিষক সম্পাদক ও হবিগঞ্জের পদত্যাগকারি মেয়র আলহাজ¦ জি.কে গউছ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহানসহ হবিগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়েরের তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রতাহারের দাবি জানান।