কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও বাজারের আমির আলীর দোকান থেকে পুলিশ প্রায় ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকার শাড়ী, লুঙ্গী, লেডিস ব্যাগ ও বিভিন্ন ধরনের কসমেটিকস্, বাচ্চাদের খেলনা, থান কাপড়সহ গত শনিবার উদ্ধার করেছে কটিয়াদী থানা পুলিশ। আমির আলী বাদী হয়ে কটিয়াদী থানায় সন্দেহমূলকভাবে সুমন মিয়া, শ্রমিক মোল্লাসহ ৪/৫ জনের নামে কটিয়াদী থানায় সোমবার মামলা দায়ের করে। থানা ও পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে গত ১২ সেপ্টেম্বর আমির আলীর দোকান থেকে শ্রমিক মোল্লা, মনিম সুমনসহ ৪/৫ জন ১৫/২০ লক্ষ টাকার মালামাল চুরিকরে নিয়ে যাওয়ায় কটিয়াদী থানায় ১টি অভিযোগ করেন। পরবর্তীতে বিভিন্ন সোর্সের মাধ্যমে পুলিশ আমির আলীর প্রতিবেশী ব্যবসায়ী সুমনের করগাঁও আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের তালাবদ্ধ একটি কক্ষ থেকে ২৪ বস্তা চুরাই মালামাল উদ্ধার করা হয়। পরে পুলিশ কটিয়াদী বাট্টা তদন্তকেন্দ্রে উদ্ধারকৃত মালামাল গুলি রেখেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে ঐ ব্যবসায়ী দোকানের তালা ভেঙ্গে অবৈধভাবে প্রবেশ করে ২০ লক্ষ টাকার মালামাল কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। পরে ব্যবসায়ী আমির আলীকে তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে দোষতে শুরু করে। তারই প্রেক্ষিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পাল্টা-পাল্টি অভিযোগের কারণে পুলিশের অভিযান পরিচালনা করতে দেরী হয়েছে বলে বাজারসূত্রে জানাগেছে। একপর্যায়ে সুমনের কথার উপর পুলিশের সন্দেহ হয় এবং তার ভাড়াকৃত ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সকল মালামাল উদ্ধার করা হয়। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মালামাল জব্দ করে তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে এবং অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে সোমবার একটি চুরির মামলা নেওয়া হয়েছে।