এবারের বিশ্বকাপে জমজমাট লড়াই উপহার দিয়েছিল দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান ম্যাচ। যে ম্যাচের শেষটা হয়ে উঠেছিল রোমাঞ্চকর। স্নায়ু চাপের এমন ম্যাচে সব কিছু ঠিকঠাক মতো রাখতে পারাই চ্যালেঞ্জ। তার পরেও ভুলটা করেছে পাকিস্তান। ১ উইকেটে হারের ম্যাচে স্লো ওভার রেটের উদাহরণ রেখেছেন বাবর আজম। যার জন্য ম্যাচ ফির ২০ শতাংশ কাটা গেছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নির্ধারিত সময়ে ৪ ওভার পিছিয়ে ছিল বাবর আজমরা। এসব ক্ষেত্রে আইসিসির কোড অব কন্ডাক্ট বলে, প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ কাটা যাবে। পাকিস্তানের বিপক্ষে অভিযোগটি এনেছেন অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও পল রাইফেল, থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো। পাকিস্তান অধিনায়ক বাবর আজমও শাস্তির বিষয়টি মেনে নিয়েছেন। পাকিস্তান বিশ্বকাপে যে অবস্থায় আছে তাতে এটা তাদের জন্য আরও অস্বস্তির। ১৯৯২ সালের চ্যাম্পিয়নরা ৬টির মধ্যে মাত্র দুটি ম্যাচ জিতেছে। এখন সেমিফাইনালের ক্ষীণতম আশা বাঁচিয়ে রাখতে তিন ম্যাচে তাদের জিততেই হবে। মঙ্গলবার তাদের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ বাংলাদেশ।