দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে বুধবার সকাল থেকে কুষ্টিয়ার দৌলতপুরে রাজপথে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বুধবার সকাল ৮ টার দিকে দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন এর নেতৃত্বে কুষ্টিয়া-প্রাগপুর এবং ফিলিপনগর সড়কে অবস্থান নেন নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শণ করেন অবস্থান নেয়া নেতাকর্মীরা। এময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ আহমেদ মামুন বলেন, বিএনপি-জামাতের ক্যাডার বাহিনী দেশে নৈরাজ্য সৃষ্টি করার জন্য আবারো আগুন সন্ত্রাস চালিয়ে দেশের মানুষ কে জিম্মী করে তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাচ্ছে। তাদের হিংসাত্মক কার্য়কলাপের মোকবেলা করতে আমরা রাজপথে অবস্থান নিয়েছি। আমরা রাজপথে অবস্থান নিয়েই বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস, নৈরাজ্য প্রতিহত করবো। এ সময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আবদুল মান্নান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আলাউল হক, যুবলীগ নেতা মীর আরিফ, ওয়াসিম কবিরাজ, জহুরুল ইসলাম মাস্টার, তায়েজ উদ্দিন মাস্টার, নাসিরুল ইসলাম সাবু, রফিকুল ইসলাম, জাকাত সর্দার, হিরোন আলী প্রমুখ। উল্লেখ্য অবরোধ চলাকালীন সময়ে এ সড়কে দুর-পাল্লার বাস ছাড়া সকল ধরণের যানবাহন চলাচল করছে।