৮৯, যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসন থেকে নৌকার প্রতীকের প্রার্থী পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যকে পরাজীত করে স্বতন্ত্র প্রার্থী হাফেজ আলহাজ¦ এস এম ইয়াকুব আলী বিজয়ী হয়েছেন। সহকারী রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোববার রাতে বেসকারীভাবে ঘোষণা করেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ৭৭ হাজার ৪৬৮। নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট। এ আসন থেকে মূলত ০৫ জন প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দীতা করেছেন। অন্য প্রার্থীরা হলেন লাঙ্গল প্রতীকের এম.এ.হালিম। তিনি পেয়েছেন ৬২৪ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী আবু নসর মোহাম্মদ মোস্তফা (সোনালী আশ) প্রতীকে পেয়েছেন ২৩৬ ভোট। ইসলামি ঐক্য জোটের মিনার প্রতীকের প্রার্থী নুরুল্লা আব্বাসি পেয়েছেন ৮০৬ ভোট। উপজেলার এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৫৫ হাজার ৯৭৩ জন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে ১ লক্ষ ৫১ হাজার ৪৬৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। তবে, বিছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে রোববার এ আসনের নির্বাচন সম্পন্ন হয়। উপজেলার হেলাঞ্চি ভোট কেন্দ্রে নৌকার প্রতীকের কর্মীরা ঈগল প্রতীকের কর্মী সাধন কুমারসহ তিন জনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে। এ ছাড়া প্রতিটা ভোট কেন্দ্র এলাকায় সাধারণ ভোটারদেরকে ভোট কেন্দ্রে যেতে দফায় দফায় বাড়িতে গিয়ে বাধা প্রদান করা হয়েছে বলে একাধিক সূত্র থেকে অভিযোগ করা হয়েছে। এদিকে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে সকল ক্ষেত্রে ব্যাপক অনিয়ম দূর্নীতির কারণে আলহাজ¦ এস এম ইয়াকুব আলীর ঈগল পাখি প্রতীকের ভারে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচায্য’র নৌকা ডুবেছে বলে ঈগল পাখির প্রধান নির্বাচনী এজেন্ট জি এম মজিদ দাবী করেছেন। তিনি আরও বলেন, তারা ছেলে-মামা-ভাগ্নে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের যে অবমূল্যায়ন করেছেন তার প্রতিফল জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছেন।