ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে 'আধুনিক শিক্ষাব্যবস্থায় ফোকলোরের প্রভাব' শিরোনামে আন্তর্জাতিক ফোকলোর সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৫ মে) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারিতে সেমিনার শুরু হয় এবং বেলা ২ টার দিকে আড়ম্বরপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. শিবলী চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। সেমিনারে মূখ্য প্রাবন্ধিক হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মিতা হাওলাদার। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: শহীদুর রহমান এবং ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রকাশ চন্দ্র বিশ্বাস।
এসময় ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পারিজাত সুলতানা পারির সঞ্চালনায় একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. এরশাদুল হকের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানশুরু হয়। ওই সেমিনারে প্রধান আলোচক ড. মিতা হাওলাদার আধুনিক শিক্ষাব্যবস্থায় ফোকলোরের প্রভাব ও ভূমিকা সম্পর্কে বিশদ আলোচনা করেন।
সেমিনারে সভাপতির বক্তব্যে সহকারী অধ্যাপক ড. শিবলী চৌধুরী বলেন, 'আমাদের শিক্ষার্থীদের ফোকলোর চর্চা ও গবেষণায় উদ্বুদ্ধ করতে আমরা প্রতি তিন মাস পর পর ফোকলোর সেমিনার আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আন্তর্জাতিক ফোকলোর সেমিনার। আশা করি এই সেমিনারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা আধুনিক শিক্ষাব্যবস্থায় ফোকলোরের প্রভাব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সেমিনারটি সফল করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ।'