বরিশালের বাবুগঞ্জে সরকারি গুদামে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬মে) সকাল ১১ টায় বাবুগঞ্জ (এলএসডি) খাদ্য গুদামে রহমতপুর এলাকার রাজগুরু গ্রামের কৃষক মোঃ আবদুস সালাম এর নিকট থেকে ধান ক্রয়ের মধ্যদিয়ে ধান সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান। এ সময় ইউএনও শাকিলা রহমান বলেন, ‘সরকারি নীতিমালা অনুযায়ী কৃষি কার্ডধারী কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। কোনো প্রকার দালালের কাছে না গিয়ে সরাসরি আমার অফিসে কিংবা খাদ্যগুদামে এসে মানসম্মত ধান বিক্রি করতে পারবেন কৃষকেরা। এতে কৃষক ন্যায্য মূল পাবে ফলে কৃষক উপকৃত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা আক্তার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবু ইউসুফ আলী, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবিনা আক্তার বলেন, বোরো মৌসুমে এ উপজেলায় সরাসরি কৃষকের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে প্রায় ৩শত ৪৮ মেট্রিকটন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতি কার্ডধারী কৃষকের কাছ থেকে ৩ মেট্রিকটন বা ৭৫ মন আদ্রাতা মুক্ত ধান ক্রয় করা হবে। যা আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত চলমান থাকবে।