চলছে উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে মে মাসের ২১ তারিখে অনুষ্ঠিত হবে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচনী মাঠে এগিয়ে আছেন যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান সরদার। উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান সরদার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। উপজেলাবাসী আস্থা রাখতে চান নুরুজ্জামান সরদার এর উপর। তাই এ দিক থেকে জনগণের আস্থার মানুষ হচ্ছেন নুরুজ্জামান সরদার। তাই তিনিই হচ্ছেন কালকিনি উপজেলার সকলের পছন্দের প্রার্থী এমন গুঞ্জনই এখন উপজেলার সাধারণ জণগনের মুখে মুখে। গত ২ মে ঘোড়া প্রতীক পেয়ে নুরুজ্জামান সরদার বলেন, কালকিনি উপজেলা বাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। তারাই আমার শক্তি। আমি কালকিনি উপজেলাকে দেশের অন্যতম স্মার্ট ও আধুনিক উপজেলা গড়ে তুলতে বদ্ধ পরিকর। কেননা জনগণই তার নাড়ির স্পন্দন। তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে কালকিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, সংস্কার করে গরীব দুঃখী মেহনতী মানুষের মাঝে বয়স্কভাতা, বিধবাভাতা সঠিকভাবে বিতরণ করবো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করে গ্রাম্য শালিসের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যার সমাধানে নিরলস কাজ করেছি। জনগনের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সুখ-দুঃখে পাশে থাকবো, আমি বিজয়ী হতে পারি আর না পারি। ভোট আপনাদের আমানত, এটাকে সঠিকভাবে প্রয়োগ করার দায়িত্ব আপনাদের। ভোটাধিকারে কখনও দায়িত্বহীনতার পরিচয় দিবেন না বলে আশা করি। এতে করে খারাপ মানুষ নির্বাচিত হয়ে যাবে। ক্ষতি হবে আপনাদের, যেনেশুনে ক্ষতির মুখে পড়বেন না। যোগ্য যদি কাউকে মনে করেন নির্দ্বিধায় তাকে ভোট প্রদান করবেন। অযোগ্য কাউকে নির্বাচিত করে পশ্চাৎপদে নিয়ে যাবেন না প্রিয় কালকিকিনি উপজেলাটাকে। আমি আপনাদের সন্তান। আপনারই আমার চিন্তা চেতনায় বিরাজমান। আমার ব্যক্তিগত কোন চাওয়া পাওয়া নেই। আপনাদের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই।