মহান স্বাধীনতা যুদ্ধে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় কেতনার বিল গণহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় জেলার আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের পাত্র বাড়ি স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আকন।
শহীদ পরিবার এবং সিপিবি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার যৌথ আয়োজনে সুমন হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক দুলাল মজুমদার, প্রধানশিক্ষক মিজানুর রহমান, মানিক হাসান, গৌরনদী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলির সদস্য মনোজ কুমার গোমস্তা, বীর মুক্তিযোদ্ধা আবদুল মজিদ হাওলাদার, শহীদ পরিবারের সদস্য সাংবাদিক প্রেমানন্দ ঘরামী, রনজিৎ বৈদ্য, আকন মোঃ এনামুল হক, রাজেন্দ্র নাথ পাত্র প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের আজকের এইদিনে পাকহানাদাররা কেতনার বিলে বর্বরোচিত হত্যাকান্ড চালিয়ে শত শত নিরিহ মানুষকে গুলি করে হত্যা করেছে। যা দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গণহত্যার স্থান। অথচ সরকারিভাবে এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা দিবসটি পালন না করায় শহীদ পরিবারের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।