দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে চাটমোহরে মানববন্ধন

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৪৭ পিএম
দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে চাটমোহরে মানববন্ধন

দেশজুড়ে আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে এবং বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে পাবনার চাটমোহরে। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের জিরো পয়েন্ট এলাকায় চাটমোহরের তরুণ সমাজ ও সাধারণ নাগরিকবৃন্দ’র ব্যানারে ঘন্টাব্যাপি এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল পুরো শহর প্রদক্ষিণ করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন,সামিউজ্জামান সামি,ফাহিম আল মেহেদি,প্রসাদ কুন্ডু,দেবজিৎ কুন্ডু বাঁধন,সুমাইয়া রহমান সাফি,নুসরাত জাহান তামান্না,নুদরাত নাওয়ার,সুমাইয়া ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম নতুন এক বাংলাদেশ গড়বো। যেখানে থাকবে না খুন,ধর্ষণ,ছিনতাইসহ কোনো অপরাধ। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তাতে আমাদের মা-বোনেরা কোনো জায়গাতেই নিরাপদ না। একের পর এক ধর্ষণের মতো ঘটনা ঘটেই চলেছে। চুরি ডাকাতি বেড়েছে। এমন বাংলাদেশ আমরা চাই না। প্রতিটি খুন ও ধর্ষণের সাথে যারা জড়িত তাদের কঠোর বিচার দাবি করেন তারা।

আপনার জেলার সংবাদ পড়তে