ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল রাজশাহী

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১০ মার্চ, ২০২৫, ১২:০১ পিএম
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে উত্তাল রাজশাহী
মাগুরায় আট বছরের আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারাদেশ। এই ঘটনার পাশাপাশি নারী সহিসংতার বিরুদ্ধেও আওয়াজ উঠেছে টেননাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। রাজধানীসহ সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের বিচার ও নারী সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী ও শিক্ষকরা। বিভিন্ন স্থানে পথে নেমেছেন সাধারণ জনতা থেকে শুরু করে নাগরিক সমাজের প্রতিনিধিরা। দেশে চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় শনিবার রাত থেকেই উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রাতে সব হল থেকে বের হয়ে এসে প্রতিবাদ জানানোর পর সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে নিজ নিজ বিভাগের ব্যানারে বিক্ষোভ করছেন। এ বিক্ষোভে যোগ দিচ্ছেন সাধারণ মানুষও।আন্দোলনে উত্তাল ক্যাম্পাস। রাতে ধর্ষণবিরোধী মশাল মিছিল করছে শিক্ষার্থীরা। এদিকে গত রোববার ধর্ষকের বিচার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সমাবেশে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন সভাপতি মেহেদী সজিব বলেন, আমরা এই বিক্ষোভ থেকে সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে ধর্ষণের বিচারের জন্য আলাদা ট্রাইবুনাল গঠন করতে হবে। সারাদেশে চলমান ধর্ষণ যদি বন্ধ না করতে পারে, তাহলে ইন্টেরিম সরকার তার শাসনভার পরিচালনার অধিকার রাখে না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনাকে এখানে সাইনবোর্ড টানানোর জন্য বসানো হয়নি, আপনি শিক্ষার্থীদের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসেছেন। এই চেয়ারের যদি মূল্যায়ন না করতে পারেন, তাহলে ছেড়ে দেন। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার পরবর্তী আন্দোলন ঘোষণা করে বলেন, আমাদের একটাই দাবি, যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইবুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র আছিয়া না, তনু থেকে শুরু করে বিগত বছর গুলোতে আমাদের যে বোনেরা ধর্ষণের শিকার হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে হবে। এমন আইন করতে হবে যেন ধর্ষক ধর্ষণ করার আগে একশত বার ভাবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক ব্যানারে প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাচ্ছেন। এ সময় সারাদেশে সংঘটিত ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সারাদেশে মত ধর্ষণের প্রতিবাদে উত্তাল রাজশাহী।