সুন্দরবনে ফিশিং ট্রলারসহ ৮জেলে আটক

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৪, ০৪:০৮ এএম
সুন্দরবনে ফিশিং ট্রলারসহ ৮জেলে আটক

পশ্চিম বন বিভাগ সাতক্ষীরা রেঞ্জের গহিনে অভয়ারন্য অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার সময় মালামালসহ ৮ জেলেকে আটক করেছেন মান্দারবাড়িয়া বন টহল ফাঁড়ির সদস্যরা।

 শনিবার (৭ ডিসেস্বর) সকাল ১০টার দিকে মান্দারবাড়িয়া বন টহল ফাড়ির ওসি শমসের আলীর নেতৃত্বে বন কর্মীরা বঙ্গোপসাগর সংলগ্ন বাহির মান্দারবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ৫ লক্ষাধিক টাকা মূল্যের একটি ফিশিং ট্রলার, জাল, ড্রাম ও আহরিত মাছ জেলেদের কাছ থেকে জব্দ করে আভিযানিক দলটি।

আটক জেলেরা হলেন- পিরোজপুর জেলার চরদুয়ানি গ্রামের মৃত. মনসুর বিশ্বাসের ছেলে ইব্রাহিম বিশ্বাস, ইব্রাহিম বিশ্বাসের ছেলে ইউনুস বিশ্বাস ও শরিফ বিশ্বাস, লাল মিয়ার ছেলে ইউসুফ মিয়া, আবুল হোসেনের ছেলে হিজবুল্লা ও মহিবুল্লাহ, মৃত. রশিদ হাওলাদারের ছেলে শাহআলম হাওলাদার এবং মান্নান বিশ্বাসের ছেলে জাফর বিশ্বাস।

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাসানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারন্য এলাকায় মাছ ধরার অভিযোগে জেলেদের আটক করে বন আইনে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে