ধামইরহাটে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ১১ মার্চ, ২০২৫, ০৬:৫৬ পিএম
ধামইরহাটে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের দ্রুত বিচারের দাবীতে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে নারীর প্রতি নিপীড়ন, সহিংসতা, ধর্ষণ ও ধর্ষকের দ্রুততম সময়ে বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে আয়োজনে ১১ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদের ধামইরহাট-জয়পুরহাট আঞ্চলিক মড়াসড়কের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। নারীদের প্রতি সহিংসতা বন্ধে সরকারের ব্যর্থতা তুলে ধরে বক্তব্য প্রদান করেন ছাত্র প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত, নুর আলম নুর, আবু হাসান, তারেক তাসনিমূল, সাজিদ বিল্লাহ, আলমগীর হোসেন আরাফ, মওদুদ আহমেদ, কাওসার হোসেন প্রমূখ। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে সহিংসতা, ধর্ষণ, খুন, রাহাজানি সহ সকল অপরাধের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য বক্তাগণ সরকারের প্রতি আহ্বান জানান। এবং মাগুরার শিশু ধর্ষণের ঘটনার দ্রুততম সময়ের মধ্যে ধর্ষক ও সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আপনার জেলার সংবাদ পড়তে