মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৫, ১১:৫১ এএম
মোহনপুরে সড়ক দুর্ঘটনায়  নিহত ২, আহত ৭
রাজশাহীর মোহনপুর উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ২জন নিহত ও আহত হয়েছে ৭বজন। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে এই পৃথক সড়ক দুর্ঘটনা হয়েছে। এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়,রাজশাহী টু নঁওগা আঞ্চলিক মহাসড়কে মোহনপুর মেডিক্যাল গেটে থেকে ১০০ গজ উত্তরে টিএমএসএস (এনজিও) অফিসের পার্শ্বে খড় নিয়ে ভুডভুটি গাড়ি রাজশাহীর অভিমূখে যাচ্ছিলো। পথিমধ্যে যাত্রীবাহী সিএনজি নওগাঁর দিকে কেশরহাট যাওয়ার পথে তাদের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে কয়েজন আহত হোন। ঘটনাস্থলে হতে এলাকাবাসী ও পুলিশ উদ্ধার করে স্হানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, মৌগাছি বাজার হতে ২০০ গজ উত্তরে ভ্যানগাড়ির সাথে বালিবাহী ট্রাক মুখোমুখি সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। মৃত ব্যাক্তিরা হলেন বাগমারা উপজেলার সাইধারা গ্রামের এনায়েত এর ছেলে আব্দুস সামাদ(৬২), এবং মৌগাছিতে নিহত হন টেমা গ্রামের মাইনুল ইসলাম এর ছেলে লিটন(৩০) এবং আহত ব্যাক্তিরা হলেন, হরিদাগাছী গ্রামের বদিউজ্জামান, নমিতা, ভীমপাড়া গ্রামের অর্পণা, রানী, কামারগাঁ গ্রামের শাপলা। নমিতাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আতাউর রহমান বলেন,গাড়ি গুলো জব্দ করা হয়েছে, এবং আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে