প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে লঞ্চ রুটে ঢাকা ফিরতে শুরু করেছেন চাঁদপুরের মানুষ। ভোগান্তি এড়াতে সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন অনেকে।এখন চাঁদপুর লঞ্চ টার্মিনালে সিডিউল অনুযায়ী লঞ্চগুলোতে ঈদে বাড়িতে আসা ফিরতি যাত্রীর ভিড় বাড়ছে। ঈদের আগের দিনগুলো মতো ঈদ পরবর্তীতে চাঁদপুরের নৌ যাতায়াত নির্বিঘ্নে করতে বেশ তৎপর চাঁদপুর নদী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. বাছির আলী।
তিনি জানালেন, মন্ত্রণালয় থেকে পাঠানো ১৩ সদস্যের পর্যবেক্ষক টিম চাঁদপুর লঞ্চ ঘাট মনিটরিং করছেন। এই টিমে রয়েছেন উপসচিব আতহার মিয়া ও আতিকুল ইসলাম সহ অন্যরা।
এদিকে,স্বজনদের সঙ্গে কাটানো সময়কেই ঈদের মধুর সময় বলছেন জীবিকার তাগিদে ফেরা মানুষ। এ সময়টুকুই সারা বছরের ক্লান্তি দূর করবে বলছেন তারা।চাঁদপুর লঞ্চঘাট অভিমুখে প্রবেশ এবং বাহির হবার দুটি রাস্তায় অটোবাইক ও সিএনজি'র জটলায় অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়। তবুও যাতায়াত নির্বিঘ্নে হওয়ায় খুশি সবাই। এক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো দরকার বলে মনে করেন পর্যবেক্ষক মহল।