ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্ণীপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৪টি আসনে ১১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এসব প্রার্থীকে নানা কারণে মনোনয়ন বাতিল করা হয়েছে, যার মধ্যে ভোটার তালিকা সঠিক না থাকা, তথ্যগত ভুল এবং মামলার তথ্য গোপন করার মতো অভিযোগ রয়েছে। এদিকে, বিএনপি থেকে মনোনয়ন পাওয়া লক্ষ্ণীপুর-৩ আসনের বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লক্ষ্ণীপুর-২ আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আবলে খায়ের ভূইয়া, লক্ষ্ণীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম ও লক্ষ্ণীপুর-৪ আসনে আশরাফ উদ্দিন নিজানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া, জামায়াতের প্রার্থী ড. রেজাউল করিম (সদর আসন), নাজমুল করিম পাটওয়ারী (লক্ষ্ণীপুর-১), মাস্টার রুহুল আমিন ভূইয়া (লক্ষ্ণীপুর-২) এবং এআর হাফিজ উল্যাহ (লক্ষ্ণীপুর-৪) সহ ইসলামী আন্দোলন, এনসিপি এবং জেএসডি সহ ২৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যায় নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এই মনোনয়ন যাচাইয়ের সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী উপস্থিত ছিলেন।