২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক মিস করলেন শান্ত

এফএনএস স্পোর্টস : | প্রকাশ: ১৮ জুন, ২০২৫, ০৭:২২ পিএম
২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক মিস করলেন শান্ত

সতীর্থ মুশফিকুর রহিম প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্তর কাছে ২০০ রানের ইনিংসের আশাবাদ ব্যক্ত করেছিলেন। ১৩৬ রান নিয়ে গল টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে যেভাবে দেখেশুনে খেলছিলেন শান্ত, তাতে সমর্থকদেরও চাওয়া ছিল মুশফিকের মতোই। কিন্তু মাত্র ২ রানের জন্য ১৫০ রানের মাইলফলক স্পর্শ করতে পারেননি শান্ত। দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যায়। ২৭৯ বলে ১৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি। এর আগে অবশ্য টেস্ট ক্যারিয়ারে একবার ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেছেন শান্ত। সেটিও শ্রীলঙ্কার বিপক্ষেই, পাল্লেকেলেতে ২০২১ সালে। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ম্যাচে ১৬৯ রান করেছিলেন বাঁহাতি ব্যাটার।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW