কোটচাঁদপুরে প্রাণী সেবা কল্যাণ সমিতি’র পরিচিতি সভা

এফএনএস (কাজী মৃদুল, কোটচাঁদপুর, ঝিনাইদহ)
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৩:৪৭ এএম
কোটচাঁদপুরে প্রাণী সেবা কল্যাণ সমিতি’র পরিচিতি সভা

ঝিনাইদহের কোটচাঁদপুরে “প্রাণী সেবা কল্যাণ সমিতি’র” নবনির্বাচিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকালে স্থানীয় বলুহর সরকারী হ্যাচারী কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওঃ তাজুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী’র কেন্দ্রীয় সুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র এসকেএম সালাহউদ্দীন বুলবুল সিডল, জামায়াতে ইসলামী নায়েবে আমির মোয়াবিয়া হোসাইন, জামায়াত নেতা আজিজুর রহমান মাষ্টার, বিএনপি নেতা হারুন অর রশিদ, প্রেসক্লাব কোটচাঁদপুরের সভাপতি কাজী মৃদুল, সাধারণ সম্পাদক আলমগীর খান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক। এর আগে গত ১২ ডিসেম্বর সংগঠনটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়। এতে মোঃ রেজাউল ইসলাম সভাপতি ও  আলাউদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

আপনার জেলার সংবাদ পড়তে