মুলাদীতে জেলের ৩ লাখ টাকার জাল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪, ০৬:২৮ এএম
মুলাদীতে জেলের ৩ লাখ টাকার জাল পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

মুলাদীতে রাতের আধারে জেলেদের ৩ লাখ টাকার কোনাজাল পুড়িয়ে দেওয়া হয়েছে। গত সোমবার রাতে দুর্বৃত্তরা উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কুতবপুর গ্রামের লঞ্চঘাট এলাকায় মিলন হাওলাদারের জাল পুড়িয়ে দেওয়া হয়। এঘটনায় গতকাল মিলন হাওলাদারের চাচা দুলাল হাওলাদার বাদী হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ করেছেন। 

দুলাল হাওলাদার জানান, তার ভাতিজা মিলন কোনাজাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী গুরুত্বর অসুস্থ হওয়ায় মিলন কুতুবপুর লঞ্চঘাট এলাকায় জাল রেখে সোমবার রাত ১০টার দিকে বরিশাল যান। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই জালে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মঙ্গলবার সকালে মিলনের স্বজনেরা পোড়াজাল দেখতে পেয়ে মিলনকে জানায় এবং মুলাদী থানায় অভিযোগ করেন।

মিলন হাওলাদার বলেন, নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনেরা আগুন দিয়ে প্রায় ৩ লাখ টাকার জাল পুড়িয়ে দিয়েছে। আবার এতটাকা দিয়ে জাল কিনতে না পারায় পরিবারের লোকজন নিয়ে পথে বসতে হবে তাকে। 

এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম বলেন, ‘জেলের জাল পুড়িয়ে দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’