রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন খান।
ফরম বিতরণের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আ’লীগের দুশাসনের সময় বিএনপির অনেক ত্যাগী নেতা-কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ঘরে থাকতে পারেননি, একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। যাদের ওপর অমানসিক নির্যাতন চালিয়েছিল তাদেরকেই অগ্রাধিকার ভিৎিিেতত সদস্য নবায়ন করতে হবে।
বক্তারা আরও বলেন, খেয়াল রাখতে হবে কোন নিষিদ্ধ সংগঠন কিংবা কোন নিষিদ্ধ দলের মানুষ যেন সদস্য ফরম পূরণ না করতে পারে। নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের ক্ষেত্রে তারেক রহমান ঘোষিত নির্দেশনা মেনে চলতে হবে। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবেন আমরা একতাবদ্ধ হয়ে তারই নির্বাচন করবো।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে রাখেন রাজবাড়ী ২ আসনের সাবেক সংসদ সদস্য সদরুল আমীন হাবিব, পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ আর মাহমুদুল হক রোজেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রাজা, বাংলাদেশ সরকারের ডেপুটি এ্যার্টনি জেনারেল এসএম মুক্তার কবীর খান নান্নু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল।
সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ ওহাব মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক খান মোঃ আয়নুল হাবিব, শিল্পপতি আলহাজ্ব মুজাহিদুল ইসলাম মুজাহিদ, বালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মহসিন খান, উপজেলা যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান, রাজেন্দ্র কলেজের সাবেক ছাত্রদল নেতা সামছুদিন খান সাত্তার প্রমূখ।
বক্তব্যে শেষে বালিয়াকান্দি উপজেলার ৭ ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দের হাতে নতুন সদস্য সংগ্রহের ফরম তুলে দেন নেতৃবৃন্দরা। এসময় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের তৃণমুল পর্যায়ে নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।