হাকিমপুরে এনআরবিসি ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:২২ এএম
হাকিমপুরে এনআরবিসি ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

 সব ধরনের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে দিনাজপুর জেলার হাকিমপুরে উপশাখা ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি  ব্যাংক লিমিটেড।   বৃহস্পতিবার  (১৯ ডিসেম্বর ) ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  হিলি উপশাখার  উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের  এসইও এবং এইচওএসবি  জি. এম.  কামাল হোসেন। উদ্বোধনী বক্তব্যে কামাল হোসেন জানান ব্যাংক  আর্থিক প্রতিষ্ঠান, যা অর্থ জমা-গ্রহণ, সংরক্ষণ, স্থানান্তর ও ঋণদানের মাধ্যমে মুনাফা অর্জন,  প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ছাড়াও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাংকটি অনেক কাজ করে। এই উপ শাখায়   এলসি খোলা,রেমিট্যান্স, বিআরটিএ বিল পরিশোধ, সহ যাবতীয় ব্যাংকিং কাজ করা যাবে। নতুন উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা,স্থানীয়  সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক,  আমদানি ও রপ্তানি কারক সহ  অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে