ময়না হত্যার বিচারের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৫, ০৭:৪৪ পিএম
ময়না হত্যার বিচারের দাবীতে ছাত্রজনতার মানববন্ধন

মেধাবী শিশু শিক্ষার্থী মায়মুনা আক্তার ময়না হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রূত গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বিশ্বরোড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্রজনতা। গতকাল সকালে প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে বিশ্বরোড ছাত্র ঐক্য, ব্রাহ্মণবাড়িয়া সদর, সরাইল সরকারি কলেজের সকল শিক্ষার্থী ও সর্বস্তরের জনতার অংশ গ্রহণে এই কর্মসূচি পালিত হয়েছে। হয়েছে বিক্ষোভ মিছিলও। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তুলার ঘোষণাও দেয়া হয়েছে।

সূত্র জানায়, নিস্পাপ শিশু শিক্ষার্থী ময়নাকে প্রথমে অপহরণ ও পরে পৈশাচিক নির্যাতন শেষে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। ময়নার লাশ পাওয়া গেছে বাড়ির পাশের মসজিদের দ্বিতীয়তলায়। ঘটনার তিন পরও সনাক্ত হয়নি অপরাধী। জিজ্ঞাসাবাদের জন্য গত তিনদিন যাবৎ থানা হেফাজতে রয়েছেন ইমাম ও মোয়াজ্জিন। তাই মানববন্ধনে ‘ময়না কবরে, খুনি কেন বাহিরে।’ অংশ গ্রহণকারীদের এমন সব গ্লোগানে কেঁপে ওঠে বিশ্বরোড মোড়। ঘুরে ফিরে তারা বিক্ষোভ মিছিলও করেছেন। বক্তারা বলেন, শিশু ময়নাকে পাষন্ডরা জোর পূর্বক ধর্ষণ শেষে নির্মম ভাবে হত্যা করে তাদের বাড়ির পাশের মসজিদের দ্বিতীয়তলায় রেখে যায়। ওই পাষন্ডদের দ্রূত সনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা। অন্যথায় ছাত্রজনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ময়না হত্যার বিচারের দাবীতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলা হবে। প্রসঙ্গত: রোববার ভোরে উপজেলার শাহবাজপুর হাবলীপাড়া মসজিদের দ্বিতীয় তলা থেকে ছন্দু মিয়ার পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের শিশু কন্যা ময়না আক্তারের রক্তাক্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ। এর আগের দিন শনিবার (৫ জুলাই) ময়না নিখোঁজ হন। সোমবার (৭ ই জুলাই) বাদ আছর শাহবাজপুর খেলার মাঠে কয়েক হাজার লোকের অংশ গ্রহণে জানাযা শেষে অশ্রূসিক্ত নয়নে ময়নাকে শেষ বিদায় জানান পরিবার স্বজন ও গ্রামবাসী।

আপনার জেলার সংবাদ পড়তে