গজারিয়া হোসেন্দিতে লবণ বিহীন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৫:২৭ পিএম
গজারিয়া হোসেন্দিতে লবণ বিহীন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

মুন্সীগঞ্জের গজারিয়া হোসেন্দী ইউনিয়ন জামালদী ডেলিব্রিজের পাশে লবণ বিহীন ট্রাক ছিটকে পড়ে যায়। বৃহস্পতিবার সকাল আটটায় গাড়িটি ঢাকার উদ্দেশ্যে  সিটি কোম্পানির থেকে বের হলে জামালদি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদে পড়ে যায়। 

পরে সিটি কোম্পানির লোক এসে গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করে এতে ট্রাকের  ভিতরে লবণ ছিল অনেক লবণের বস্তা নষ্ট হয়ে যায় এতে অনেক টাকা ক্ষতি হয় বলে কোম্পানির কর্তৃপক্ষ জানান। 

রাস্তায় টানা কয়েকদিন  বৃষ্টি হওয়ার কারণেরাস্তাটি পিছন হয়ে যায় তাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।  ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন একাধিক মোবাইলে ফোন দিয়ে পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে