চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা প্রচারে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে রহনপুর বড় বাজার বেইলি ব্রিজ থেকে লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে তিনি পৌর এলাকার বিভিন্ন স্থানে সন্ধ্যা পর্যন্ত লিফলেট বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন,বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরুদ্দিন ও জুয়েল ইসলাম, বিএনপি নেতা সৈয়দ ফারুক হোসেন, জাহিদ হাসান মুক্তা, জাহেদ হাসান, বশিরউদ্দিন, কামরুজ্জামান বাবু, যুবদল নেতা ইউসুফ আলী ও মোঃ আব্দুল্লাহ,ছাত্রদল নেতা আজিজুল হক ও শাহরিয়ার নাজিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।