ময়মনসিংহে বাস কাউন্টার ভাঙচুর, ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৯ আগস্ট, ২০২৫, ০৭:১১ পিএম
ময়মনসিংহে বাস কাউন্টার ভাঙচুর, ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ

ময়মনসিংহ নগরের মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে টিকিট কাউন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ঢাকাসহ একাধিক রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোটরসাইকেলে আসা একদল দুষ্কৃতকারী এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। প্রায় চার ঘণ্টা ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেলে করে অর্ধশতাধিক ব্যক্তি হঠাৎ ইউনাইটেড পরিবহনের টিকিট কাউন্টারে হামলা চালায়। তারা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে কাউন্টার ভাঙচুর করে এবং নগদ অর্থসহ মালামাল লুট করে নেয়। এ সময় দুষ্কৃতকারীরা আওয়ামী লীগের স্থানীয় নেতা আমিনুল হক শামীমের বিরোধিতা করে স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার ঘটনায় আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। ইউনাইটেড পরিবহনের কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় আগাম টিকিট কাটা যাত্রীরাও মারাত্মক সমস্যায় পড়েন। ঢাকা যাচ্ছিলেন এমন এক যাত্রী মজিবুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “অগ্রিম টিকিট করেছিলাম। কিন্তু বাস চলাচল বন্ধ থাকায় আর ঢাকা যাওয়া সম্ভব হচ্ছে না। সেখান থেকে আমার বরিশাল যাওয়ার পরিকল্পনা ছিল, সেটিও আটকে গেল।”

বাস মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদ আলম জানান, দুপুর ১টার পর থেকে ময়মনসিংহ-ঢাকা, ময়মনসিংহ-শেরপুর, নেত্রকোণা, হালুয়াঘাট, কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটে সব বাস চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনা চলছে বলেও তিনি জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত চলছে, তবে কারা এর সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। তিনি জানান, বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে পুরনো বিরোধ থেকে এমন ঘটনা ঘটতে পারে।

অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণের দুর্ভোগ অব্যাহত রয়েছে।