রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো আফগানিস্তান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০৩ এএম
রোমাঞ্চকর ম্যাচে জয় পেলো আফগানিস্তান

জয়ের জন্য শেষ ওভারে সংযুক্ত আরব আমিরাতের প্রয়োজন ১৭ রান। বাঁহাতি পেসার ফারিদ আহমাদের প্রথম দুই বলে চার ও ছক্কা মেরে সম্ভাবনা জাগালেন আসিফ খান। কিন্তু বাকি চার বলে আর তেমন কিছুই করতে পারলেন না তিনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে জিতল আফগানিস্তান। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে প্রথম পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের জয় ৪ রানে। আমিরাতের বিদায় ও আফগানিস্তানের ফাইনালের টিকেট নিশ্চিত হয়ে যায় আগেই। এই ম্যাচের গুরুত্ব তাই খুব একটা ছিল না। পাকিস্তানকে হারানো ম্যাচ থেকে একাদশে ছয়টি পরিবর্তন এনেও জিতল আফগানরা। সিরিজে চার ম্যাচের সবকটিতে হারল আমিরাত। তিনটিতে জিতে ট্রফির লড়াইয়ে নামবে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে গতকাল শুক্রবার আফগানিস্তান করে ১৭০ রান। জবাবে আমিরাত থামে ১৬৬ রানে। আফগানিস্তানের জয়ের নায়ক ইব্রাহিম জাদরান। টানা দুই ফিফটির পর এবার ৩টি করে চার ও ছক্কায় ৩৫ বলে ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা তিনি। রাশিদ খানের অনুপস্থিতিতে এ দিন দলকে নেতৃত্বও দেন এই ওপেনার। রাশিদ, মোহাম্মাদ নাবিদের বিশ্রাম দিয়ে টস জিতে ব্যাটিংয়ে নামে আফগানিস্তান। ৯৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন ইব্রাহিম ও রাহমানউল্লাহ গুরবাজ। ৩ চার ও এক ছক্কায় ৩৮ বলে ৪০ রান করেন গুরবাজ। টানা তৃতীয় ফিফটির সম্ভাবনা জাগিয়ে ২ রান দূরে থাকতে হায়দার আলির বলে বোল্ড হন ইব্রাহিম। সিরিজে প্রথমবার সুযোগ পেয়ে ভালো করতে পারেননি মোহাম্মাদ ইশাক। কারিম জানাত (১৪ বলে ২৮), গুলবাদিন নাইব (১৪ বলে ২০*) ও আজমাতউল্লাহ ওমারজাইয়ের (৯ বলে ১৪*) ক্যামিওতে ১৭০ পর্যন্ত যেতে পারে আফগানরা। রান তাড়ায় শুরুটা বেশ ভালো করে আমিরাত। উদ্বোধনী জুটিতে ৪৬ বলে ৬৫ রান যোগ করেন আলিশান শারাফু ও মুহাম্মাদ ওয়াসিম। ২৩ বলে ২৭ রান করেন শারাফু। ৩ ছক্কা ও ২ চারে ২৯ বলে ৪৪ রান করেন অধিনায়ক ওয়াসিম। তিন নম্বরে নেমে মুহাম্মাদ জোহাইব করেন ২৯ বলে ২৩। রাহুল চোপড়ার দ্রুত বিদায়ের পর আসিফ ও হার্শিতের জুটিতে এগিয়ে যায় আমিরাত। শেষ ৩ ওভারে আমিরাতের দরকার ছিল ৪৩ রান। আসিফের দুই চার ও এক ছক্কায় ১৮তম ওভারে আসে ১৬ রান। পরের ওভারে আসে ১০। এই ওভারে হার্শিতের সহজ ক্যাচ ফেলে চার বানিয়ে দেন অভিষিক্ত আবদুল্লাহ আহমাদজাই। শেষ ওভারে ফারিদের প্রথম দুই বলে চার ও ছক্কার পর তৃতীয় বলে দুই রান নেন আসিফ। ৩ বলে চাই ৫ রান, সম্ভাবনায় এগিয়ে আমিরাত। কিন্তু বিস্ময়করভাবে বাকি তিন বলে আর কোনো রানই নিতে পারেননি আসিফ। টানা দুটি ‘ডট’ খেলার পর শেষ বলে ক্যাচ তুলে আউট হন তিনি (২৮ বলে ৪০)। আগামীকাল রোববার ফাইনালে মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান।