ইংল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন এনগিদি

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৬ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে ছিটকে গেলেন এনগিদি

দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। গত বুধবার এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড এ তথ্য নিশ্চিত করেছে। সোফিয়া গার্ডেনে গত মঙ্গলবার অনুশীলনের সময় এনগিদি হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হন, যা স্ক্যানের মাধ্যমে নিশ্চিত হয়েছে। ফলে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরে গিয়েছেন এনগিদি। তার বদলি হিসেবে ডাকা হয়েছে নান্দ্রে বার্গারকে। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতা দলে ছিলেন বার্গার।