অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্যোগে আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০ টায় ক্ষেতলাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন এর নেতৃত্বে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, খাদ্য পরির্দশক হুমায়ন কবির। ক্ষেতলাল উপজেলা জামায়াত নেতা মীর এহতশামুল স্বয়ন মাহমুদ, ক্ষেতলাল প্রেসক্লাবের সভাপতি আজিজার রহমান। উপস্থিত ছিলেন, এসআই সাঈদ ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্য ও শিক্ষার্থী বৃন্দ।
আলোচনা সভার পূর্বে অগ্নিকাণ্ড মোকাবিলায় করণীয় বিষয়ে একটি মহড়া প্রদর্শন করা হয়। সিনিয়র স্টেশন অফিসার ইমন মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নি নির্বাপণ প্রযুক্তি ও কলাকৌশল তুলে ধরেন। এ মহড়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।