হারানো মোবাইল মালিকদের হস্তান্তর করলেন আরপি পুলিশ কমিশনার

এফএনএস (এম এম মামুন; মোহনপুর, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১ জানুয়ারী, ২০২৫, ০৪:০৭ এএম
হারানো মোবাইল মালিকদের হস্তান্তর করলেন আরপি পুলিশ কমিশনার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় উদ্ধার হওয়া ২১ টি মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সাড়ে ১১ টার সময় আরএমপি সদর দপ্তরে মোবাইল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক ডিসেম্বর মাসের  উদ্ধার হওয়া ২১টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, বছরের প্রথম দিনে মোবাইল ফোন উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে হারানো মোবাইল ফোন উদ্ধার করে মানুষকে সাহায্য করি। এছাড়াও আমরা ২০২১ সালের হারানো একটি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছি। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা ও সেবায় নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে। হারানো মোবাইল ফোন পেয়ে পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোবাইল ফোন মালিকেরা।

আপনার জেলার সংবাদ পড়তে