চাঁদপুরের ফরিদগঞ্জ রুপসা বাজারে যৌথ বাহিনীর অভিযানে মেয়াদুত তীর্ণ মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অস্বাস্থ্যকর ও অপরিস্কার খাবার প্রস্তুত করায় ৭ প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর। ২৭ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর ১২টা হতে ৩টা পর্যন্ত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প ও ফরিদগঞ্জ উপজেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন উপস্থিতিতে অবৈধ রেঁস্তোরা, বেকারী, মিষ্টান্ন ভান্ডার ও ফার্মেসির বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে রুপসা বাজার এলাকায় রাজশাহী বেকারি, রাজধানী বেকারি, হাজী স্টোর, আলেয়া কসমেটিক্স, জারা কসমেটিকস, বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডার এবং বিথি ফার্মেসী নামে অবৈধ ফার্মেসি এবং রেঁস্তোরার প্রমাণ পাওয়া যায়। মেয়াদ উত্তীর্ণ ঔষধ এবং অস্বাস্থ্যকর ও অপরিস্কার অবস্থায় খাবার প্রস্তুত করায় উক্ত ফার্মেসি এবং রেঁস্তোরাগুলোকে ৯৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।