রাজশাহীর বাগমারায় এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ৪৪৯ বস্তা সার উদ্ধার করা হয়েছে। সার মজুদকারী ওই ব্যাক্তির নাম আব্দুল ওয়ারেস বাবু ওরফে মুরগী বাবু(৩৫)। ওয়ারেস ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি কৃষি অফিসের অনুমোদন নিয়ে ভবানীগঞ্জের গরুহাটায় খুচরা সার বিক্রি করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রাত ১১টার দিকে ওয়ারেস তার বাড়িতে সরকারি সার মজুত করে রেখেছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের নির্দেশনায় কৃষি কর্মকর্তা ও পুলিশ অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে ওয়ারেস বাড়ি থেকে পালিয়ে যান। পরে বাড়ির সাথেই একটি গুদাম ঘর থেকে ডিএপি ২০৫ বস্তা, টিএসপি ২০০ বস্তা এবং পটাশ ৪৪ বস্তা সার উদ্ধার করা হয়। অভিযানে থাকা পুলিশ কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, দুজন ডিলারের লাইসেন্স ব্যবহার করে ওয়ারেস আলী সারের ব্যবসা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে সারগুলো বাইরে বেশি দামে বিক্রির জন্য মজুত করা হয়েছিলো। অভিযান পরিচালনাকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সার ডিলার নিয়োগ ও সমন্নিত সার নীতিমালা ২০২৫ অনুযায়ী সরকার অনুমোদিত গুদাম ঘরের বাইরে অন্য কোন স্থানে সার রাখা যাবেনা। কিন্তু ওয়ারেস বাবু নামের ওই ব্যাক্তি কৃষকদের মাঝে বিতরনের সার বাড়িতে মজুদ করেন। উদ্দেশ্য বাইরে বেশি দামে বিক্রি করা। আমরা সারগুলো জব্দ করে পুলিশের হেফাজতে দিয়েছি। অভিযোগ অস্বীকার করে ওয়ারেস আলী বলেন, জব্দ করা সব সার বৈধ। কাগজপত্রও আছে। দুই নেতার লাইসেন্স দিয়ে ব্যবসা করেন তিনি। এসব সার রাজশাহী বিএডিসি গুদাম থেকে তোলা। ভবানীগঞ্জ বাজারের গরুহাটার দোকানে সার রাখার পরিবেশ না থাকায় নিজ বাড়িতে রেখেছিলেন। ওয়ারেসের পিতা আমজাদ হোসেন বলেন কয়দিন আগেই সারগুলো নিয়ে আসা হয়েছে। তার ছেলে ওয়ারেস ঢাকায় অবস্থান করছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সারগুলো তাদের হেফাজতে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন অনুমোদিত ডিলার ব্যাতিত সার রাখার কোন সুযোগ নেই। শুনেছি সে দুজন ডিলারের সার বিক্রি করে। এভাবে সার বিক্রয় করা যায় কিনা এমন প্রশ্নে তিনার ভাষ্য মতে বিক্রিয় করা যায় না। এভাবে সার রাখার বা বিক্রি করার কোন বৈধতা নেই। ওয়ারেস গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।