চাঁদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে বিএনপির দোয়া

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:৫৭ পিএম
চাঁদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মসজিদে মসজিদে বিএনপির দোয়া

বিএনপি চেয়ারপার্সন ও  সাবেক তিন বারের  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চাঁদপুরে  জেলা বিএনপির উদ্যোগে   মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৫ ডিসেম্বর  শুক্রবার বাদ জুমা চাঁদপুরের প্রতিটি মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এবং স্থানীয়  বিএনপির নেতাকর্মীরা স্ব স্ব মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে অংশ নেয়।   শহরের ঐতিহাসিক বেগম জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে পৌর ১০ নং ওয়ার্ড বিএনপি। সেখানে দোয়া অনুষ্ঠিত  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মোবারক হোসেন, সহ- দপ্তর সম্পাদক শরীফ আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক ইসমাইল পাটওয়ারী,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুল্লাহ পাটওয়ারী,সাধারণ সম্পাদক সহিদ ঢালী,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক সোহেল রানা, পৌর ছাত্র দলের সাবেক আহ্বায়ক মামুন খান, বিএনপি নেতা মাহবুবুল আলম দুদু,সুমন খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। । অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঐতিহাসিক বেগম জামে মসজিদের খতিব মুফতি মাহবুবুর রহমান। 

উল্লেখ্য বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে গুরুত্বর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশী বিদেশি  বিশেষজ্ঞ  ডাক্তারদের তত্ত্বাবধানে   নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। 

আপনার জেলার সংবাদ পড়তে