পোরশায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম
পোরশায় টাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির টহল দল। এসআইপি,আর আইবি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধায় ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩০/৫৩ আর হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিতপুর মাষ্টার পাড়া বাবরের আম বাগানের ভিতর থেকে ২০পিচ ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। এতে নেতৃত্বদেন হাবিলদার মুহাম্মদ মিজানুর রহমান। আটকৃতরা হলেন নিতপুর বাংগালপাড়ারমনসুর আলীর ছেলে বাবুল আক্তার (৩১) এবং মনজুর হোসেনের ছেলে শাওন আক্তার (২৮)। নিতপুর বিওপির ১৬/ডি কোং এর সুবেদার মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এবং আটক দুইজনকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে