পোরশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৮ পিএম
পোরশায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপি’র দোয়া মাহফিল

নওগাঁর পোরশায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দির্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার পোরশা-নিয়ামতপুর-সাপাহার উপজেলা বিএনপি ও এর অংগ সংগঠনের উদ্যোগে সরাইগাছি মোড় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। দোয়া মাহফিল কর্মসূচী পরিচালনা করেন উপজেলা নিতপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আব্দুল জব্বার। এ সময় সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বেনু চৌধুরী, নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, বিএনপির সাবেক সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা সহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।  

পরে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার রোগমুক্তি এবং সুস্থ্যতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ওলামাদলের সদস্য মাও: শরিফুল ইসলাম।  

আপনার জেলার সংবাদ পড়তে