হাটহাজারীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

এফএনএস (কেশব কুমার বড়ুয়া; হাটহাজারী, চট্টগ্রাম) : | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৩ পিএম
হাটহাজারীতে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট চট্টগ্রামের  হাটহাজারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি হাটহাজারী  উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক আবু জাহেদ  চৌধুরী,সাধারণ সম্পাদক  শিক্ষক ও সাংবাদিক হোসেন মোহাম্মদ মনসুর আলী, সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সালাউদ্দীন জাহাঙ্গীর, সহসভাপতি শিক্ষক জান্নাতুল  নেছা,সদস্যরা হলেন অবসরপ্রাাপ্ত শিক্ষক মো. ইউচুফ, মাওলানা মো. মোস্তফা কামাল, সমাজসেবক হাদী মো. জমির উদ্দীন,সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ব্যবসায়ী মোহাম্মদ আজিজুল ইসলাম।

 পূর্ববর্তী কমিটির কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ৪ ডিসেম্বর হতে আগামী ৩ বছরের মেয়াদকালে দুর্নীতি দমন কমিশন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্যনির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। 

আপনার জেলার সংবাদ পড়তে