চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এর সাথে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির মত বিনিময় সভা রোববার অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা দপ্তরে আয়োজিত সভায় আসন্ন আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস সহাসমারোহে উদযাপন বিষয়ে ব্যাপক আলোচনা হয়। দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহন করা হয়। এই সময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আবু জাহেদ চৌধুরী, মোঃ মোস্তফা কামাল, হাদী মোঃ জমির উদ্দিন, কেশব কুমার বড়ুয়া ও মোহাম্মদ আজিজুল ইসলাম প্রমূখ।