চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ঢালী সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ১০ টার সময় গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭২ বছর।তিনি ছিলেন চিরকুমার।
ফরাক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ স্পোর্টস গুডস মার্চেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড ইম্পোর্টাস এসোসিয়েশনের সভাপতি বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান ঢালী'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, হাফেজ ঢালী ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ মানুষ। স্বাধীনতার জন্য তাঁর অসামান্য অবদানে চাঁদপুর তথা বালিয়া ইউনিয়নবাসী গর্বিত।তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সবাই দোয়া করবেন আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন,আমিন।