চিতলমারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১২ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৬ পিএম
চিতলমারীতে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে পানিতে ডুবে তিশান বাড়ৈ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার মোল্লাহাট সীমান্তবর্তী কালোনী গ্রামে বাড়ির পাশের নালুয়া নদীর খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশান ওই গ্রামের সন্তোষ বাড়ৈর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে অসাবধানতাবশত তিশান বাড়ির পাশের খালের দিকে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে খালে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এলাকায় বাড়ির পাশে খোলা পানির উৎসে নিরাপত্তা ব্যবস্থা না থাকায় শিশুদের জন্য ঝুঁকি থেকে যায়। তারা আগাম সতর্কতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে