কুষ্টিয়ার দৌলতপুরের তিনবার নির্বাচিতসাবেক সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী মরহুম আহসানুল হক পচা মোল্লার ২২তম মৃত্যুবার্ষিকী ১২ই ডিসেম্বর শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে দৌলতপুরের তারাগুনিয়ায় মরহুম আহসানুল হক পচা মোল্লার বাস ভনন চত্বরে দোয়া বিশেষ মোনাজাত, তারাগুনিয়া এতিমখানা মসজিদ মাদ্রাসা প্রাঙ্গনে শুক্রাবার বাদ জুম্মা দোয়া বিশেষ মোনাজাত, এতিমদের মাঝে খাবার বিতরণ এবং বিকেলে তারাগুনিয়া মোহামেডান ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে উপস্তিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য,
দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি,মরহুম আহসানুল পচা মোল্লার জ্যেষ্ঠ পুত্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা।