সেনবাগে ডে- নাইট মিনি বার ফুটবল টুণামেন্টে ইদিলপুর একাদশ দল চ্যাম্পিয়ন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম
সেনবাগে ডে- নাইট মিনি বার ফুটবল টুণামেন্টে ইদিলপুর একাদশ দল চ্যাম্পিয়ন

সেনবাগের ইদিলপুর হাজীরহাট কর্তৃক আয়োজিত ডে নাইট মিনি বার ফুটবল টুণামেন্টের ফাইনাাল খেলা শনিবার রাতে হাজীরহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ইদিলপুর একাদশ বনাম কানকিরহাট ৭ স্টার মধ্যে খেলা অনু্িষ্ঠত হয়। খেলায় কানকিরহাট একাদশ  চ্যাম্পিয়ন ও কানকিরহাট ৭ স্টার একাদল রানার্সআপ হয়।  খেলায় প্রচুর দর্শকের সমাবেশ ঘটে।

অজুনতলা ইউনিয়ন ছাত্রদল সভাপতি মোকারম হোসেনের সভাপতিত্বে ও ইব্রাহিম খলিল রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন, চাচুয়া হাজী আলী আকবর আলিম মাদরাসার সভাপতি লায়ন মোঃ জসিম উদ্দিন। খেলার উদ্বোধন করেন, অজুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন খান।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন, অজুনতলা ইউনিয়ন ছাত্রদল সাধারন সম্পাদক মোঃ আকরাম হোসেন, মোঃ সেরাজুল হক কামাল , মোঃ শহিদ উল্লাহ, ইসমাইল হোসেন মোঃ বধিউল আলম সাইফুল, মোঃ জহির প্রমুখ। খেলায় রেপারী দায়ীত্ব পালন করেন রিংকু। এরআগ অতিথিরা ফিতা কেটে খেলার শুভ উদ্বোধন করেন।