ঘোড়াঘাটে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের চরম দূর্ভোগ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২০ পিএম
ঘোড়াঘাটে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের চরম দূর্ভোগ

দিনাজপুরের ঘোড়াঘাটে কয়েকদিন থেকে শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের চরম দূর্ভোগ দেখা দিয়েছে। জানা যায়,  ঘোড়াঘাটে খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে বাড়িতে বসে খড় কুটা জ্বালিয়ে শীত নিবারন করছে। এদিকে ঠান্ডা হিমেল হাওয়ায় শীত জনিত কারণে ছোট ছোট শিশু বাচ্চা ও বয়ষ্ক মানুষকে কফ, কাশি, নিউমোনিয়ায়, জ্বরে, পাতলা পায়খানা, আমাশয় রোগে আক্রান্ত হয়ে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি হতে দেখা গেছে। অপরদিকে ভ্যান চালক, রিক্সা চালকরা কনকনে শীতে গরম কাপড়ের অভাবে তাদের জন-জীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। প্রতি বছরই কনকনে শীতে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ও ঘোড়াঘাট উপজেলার এনজিও গুলো গরম কাপড় কম্বল, সোয়েটার, কোর্ট অসহায় ছিন্নমুল মানুষের মাঝে বিতরণ করতে দেখা গেলেও এবার শীতে তা কাউকে বিতরণ করতে দেখা যায়নি। এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তা কর্তৃক ঘোড়াঘাটে সরেজমিনে তদন্ত করে অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীত জনিত বস্ত্র বিতরণ করতে এলাকাবাসী জোর দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে