দিঘলিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা সোমবার ( ২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী অফিসার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,
নবাগত দিঘলিয়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুবুল আলম , উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল ।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, গাজীরহাট ইউপি প্রশাসক কাপিল বসাক,
উপজেলা প্রকল্প কর্মকর্তা জামাল হোসাইন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত , জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন , মাধ্যমিক শিক্ষা অফিসের ফিল্ড সুপারভাইজার মাকসুদা খানম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম , উপজেলা তথ্য ও আইসিটি কর্মকর্তা এবং বারাকপুর ইউপি প্রশাসক পুষ্পেন্দু দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, আনসার ভিডিপি কর্মকর্তা সামছুর নাহার ,
দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হাসনাত, গাজীরহাট ইউপি সচিব প্রদীপ কুমার, বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।