সাবেক এমপির কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী ড. ফরহাদসহ নেতাকর্মীরা

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৪:০২ পিএম
সাবেক এমপির কবর জিয়ারত করলেন বিএনপির প্রার্থী ড. ফরহাদসহ নেতাকর্মীরা

সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল কাদের শিকদারের কবর জিয়ারত করেছেন নড়াইল-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী ডক্টর এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদসহ দলীয় নেতাকর্মীরা। সোমবার দুপুরে সদরের রঘুনাথপুর গ্রামে কবর জিয়ারত শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, নড়াইল পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল মোস্ত, নড়াইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা কৃষকদলের সাবেক আহবায়ক নবির হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, লোহাগড়া পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুসা মোল্যা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু, বিএনপি নেতা প্রকৌশলী জিয়াউর রহমান লোটাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নড়াইল-২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার ২০২১ সালের ২১ মে মৃত্যুবরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে