৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদ্রাসা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন সাবেক চেয়ারম্যান খান মোজাম্মেল হোসেন হক সাহেবের বড় ছেলে জিউধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কে এম মহিউদ্দিন খান রিপন।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জি এস রিপন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম, বিএনপি নেতা আলম হাওলাদার, সেস্বচ্ছাসেবক দল নেতা সজল শেখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা আউয়াল হাওলাদার, জাহিদ খান, শ্রমীক দলের সভাপতি দুলাল হাওলাদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা কবির শেখ, সেলিম হাওলাদার, শাহাজান শেখ, দাউদ মৃধা, নূরুল হক, কষক দলের সভাপতি জামাল মুন্সী, সাবেক ছাত্র নেতা রিয়াজুল ইসলাম ঘরামি, আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।